মাদকসেবনের অভিযোগে র্যাবের হাতে আটক হলো এক যুবক
Monday 12 April 10931 Shares

দেখতে ঠিক নম্র-ভদ্র। হ্যা, পটুয়াখালীতে ঠিক এরকমই এক যুবক মাদক সেবনের অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হলো। অন্যদিকে নিয়াজ নামের অন্য এক যুবক জানায় ঠিক একইদিনে তার বাড়ি থেকে ১০০০০ টাকা চুরি হয়েছিল। এর ঘটনার পিছনেও আলামিনকেই সন্দেহ করছে র্যাব বাহিনী।