চট্টগ্রামের বিয়েতে বিনা দাওয়াতে খেতে এসে আটক পাঁচ নোয়াখাইল্লে,সাথে ছিলো দুইজন মেয়ে।
This is a satirical website. Don't take it Seriously. It's a joke.
2059 79401 Shares
চট্টগ্রামের বিয়েতে বিনা দাওয়াতে খেতে এসে আটক হয়েছে পাঁচজন নোয়াখালী বাসী।তাদের মাঝে ছিলো দুইজন মেয়ে।
বিয়েতে চট্টগ্রামে ঐতিহ্য অনেক পুরাতন।চট্টগ্রামের বিয়েগুলো যেমন হয় সৌন্দর্য তেমনি সেখানে খাবার দাবার হয় লোভনীয়।
আর এই লোভনীয় খাবারের লোভ সামলেতে না পেরে নোয়াখালীর বাসিন্দা বিনা দাওয়া বিয়েতে প্রবেশ করে। বিয়েতে তারা পাঁচজন খাবার দাবার ও সেরে ফেলেন। সব কিছু সেরা ফেলার পর বিয়েতে বর পক্ষের মানুষের তাদের প্রতি সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞেস করে তারা কোন পক্ষের।তখন তারা কেও উত্তর দিতে না পারলে তাদেরকে জিজ্ঞেসাবাদের জন্য ক্লাব অফিসে নিয়ে গেলে জানা যায় তারা বিনা দাওয়াতে বিয়ে খেতে আসে। তারা পাঁচ বন্ধু চট্টগ্রামের বিয়ের সম্পর্কে অনেক শুনেছিলো,তাই তারা লোভনীয় খাবারে লোভে বিয়েতে বিনা দাওয়াতে চলে আসে।
এই নিয়ে নোয়াখালীর সে পাঁচ জনের মধ্যে নুসরাত নামের এক মেয়েকে(ছদ্দনাম) জিজ্ঞেসা করলে সে " ন ফের ফেরা টিবি" রিপোটারকে জানায় তারা চট্টগ্রামের বিয়ে নিয়ে অনেক শুনেছে,তাই তারা লোভ করে চলে আসে খেতে।।সেই ক্লাবে নোয়াখালী বাসির বিনা দাওয়াতে খেতে আসা নতুন বিষয় না।।প্রায় সময় এরকম অনেকজনকে ধরা বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
This is a satirical website. Don't take it Seriously. It's a joke.